22 Jun 2024

ব্যথা

ব্যথা
********

বুক চিন চিন যাপন, 
মরুভূমি বিবেক।
আবাল বৃদ্ধ বনিতা, 
জীবিত কিংবা মৃত, 
সুস্থ বা অসুস্থ সব 
এক দরে বিকোচ্ছে।
----
এ এক মর্মান্তিক, 
অমানবিক সময়।
দুঃস্বপ্নের কলের পুতুল 
উল্কাপাতে পোড়া মন  
স্থবির বনসাই জীবন।
আর কতকাল!
----
নারী তুই গর্ভে ধর আবার 
সূর্য সেন, ভগৎ সিং, কল্পনা,
প্রীতিলতা হাজার হাজার 
যাঁরা দেখাবে নতুন স্বপ্ন 
পথ দেখবে মাথা তুলে 
স্বাধীন ভাবে বাঁচার। 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==

বিন্দুতে দেখি সিন্ধু

বিন্দুতে দেখি সিন্ধু  
**********************
কেমন ছিল সে বিন্দু
কথা হতে এল !
সে বিন্দু ফেটে
সৃষ্ট এ বিশ্বব্রম্ভান্ড
এ মহাকাশ মহাশূন্য।
কোথা আদি কোথা অন্ত
সবই অজ্ঞাত এখন
মহাকালের লিখন।
 --
অযুত আলোকবর্তিকা
আবর্তিত বিশ্বচরাচরে
জ্বলে অনির্বান
কত সহস্র কটি নক্ষত্রপুঞ্জ
কেহ নাহি জানি
অদূরে দেখি যেন শুধু
অসংখ্য প্রদীপ আলোকশিখা  
নাম জানা অল্প কিছু গ্রহ তারা
চিনি শুধু এ পৃথিবীরে।
--
রূপে লক্ষ্মী
গুণে স্বরস্বতী
মোদের এ পৃথিবী
শ্যামল সবুজ বনানী
ফসলে উর্বরা ভূমি  
কত সহস্র নদী স্রোতস্বিনী
কত শত ঋজু পর্বতমালা  
শৃঙ্গে  বরফের মালা। 
--
কোমল বিচিত্র হরিণ শাবক
কেশর মন্ডিত সিংহ রাজকীয় 
চঞ্চল পাখীর মেলা কত তার রূপ
কত রঙ প্রজাপতি কি অপরূপ ,
কোকিলের কুহু তান
আর ভ্রমরের গুঞ্জন।
ময়ূর মেলেছে পেখম,
গরবিনী মরালী সাথে সন্তান সপ্তম।
--
কত সহস্র কুসুম কলি
ফুলে ফুলে মধু খায় অলি,
হাসে গোলাপ চামেলী
রজনীগন্ধা জুঁই শিউলী,
সুগন্ধে মাতোয়ারা ধরণী
জোৎস্নায়  মাতাল যামিনী,
সাগর তটে ঢেউ দুর্বার দুরন্ত
নতুন সূর্য্য লালে লাল পূর্ব দিগন্ত।
----
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


 

 

 

17 Oct 2016


কলংক
******
কোজাগরীর চাঁদ দেখতে গেলাম
চারিদিকের নিয়ন আলোর ঝলক,
বড়সড় চাঁদকে দেখতে পেলাম
নেই সেই আকাশ ভাসানো আলোক,
ঝিকিমিকি একঢাল তারাদের হারালাম
পৃথিবী যেন এক যান্ত্রিক জীবনের ফলক। 
 --
ধোঁয়াশায় মোড়া পূর্ণিমার আকাশ
অনুপস্থিত গ্রাম গঞ্জের খোলা মাঠে,  
গুমোট ক্যানভাসে লোভের বাতাস
প্রকৃতির স্নিগ্দ্ধতা মুছে বারুদ ফাটে,
কোজাগরীর চাঁদে বিদ্রুপের আভাস 
বিষন্নতা ছুঁয়ে গেছে গঙ্গার ঘাটে। 
--
পূর্ণিমার চাঁদ বলে এতদিন 
দেখেছ আমার কলংক যত
পৃথিবী ছিল ভাগ্যবতী বহুদিন 
মানুষ নাকি সবচেয়ে উন্নত 
তোমাদের লোভে কলংকিত পৃথিবীর আগামী দিন
সকল আশীর্বাদের মূল্যে প্রকৃতি আজ ক্ষত বিক্ষত।
___________________________________________________________________________________________






20 Jun 2024

আউল বাউল মনের কথা !

আউল বাউল মনের কথা !
**********************

চারি দিকে শুধু চাই চাই মন

দেহের প্রতিটি কোষজুড়ে খাই খাই, 

আটপৌরে মমিজীবন, 

খোঁপাভাঙ্গা চুলের বেমালমাল যাপন। 

নেশায় ডুবে থাকা ঘুণধরা মন,

লালসার উল্কাপাত পুড়ছে আমার শহর।

----

গ্রামগুলি পড়ে আছে 

নামগোত্র হীন জংলা জমির মত,

ঝড়ের ভ্রুকুটি, শব্দহীন চোখের জলে 

ডুবে যাচ্ছে আমার দেশ,

মেঘেদের হৃদয় মোচড়ানো কান্নায় 

ভাসে গাছেদের কুশপুত্তলিকা। 

----

 এক পাঁজর ভাঙা শূন্যতা আর

 নিঃসীম দ্বিপ্রহরের  একাকিত্ব,

সমস্ত পৃথিবীটাকে গিলে খাবার 

উদগ্র বাসনার অনুরণন  চারিধারে,

কুঁয়োর ব্যাঙের মত কালাতিপাত 

মহুলফুল, লাল পাহাড়ির দেশে 

আজ গ্রহণের কালো ছায়া।

----

ডানা ঝাপটানো ইচ্ছেরা কুন্দ আর

ফনী মনসার ঝাড়ে মাথা খুুঁড়ছে,

শাল পিয়ালের বনে লেগেছে আগুন 

গাছের বাকল, দীঘল চোখ মেলে তাকিয়ে, 

খসে পরা তারাদের মৌচাক মন 

শিউলিগন্ধ ভোরের আশায় জেগে।

----

শুরু হোক বোধন 

বেজে উঠুক ডাকাতিয়া বাঁশী,

আলুথালু ভাবনা,  ভুলভাল আবেগ

ছড়ানো ছিটানো ছন্নছাড়া মেঘরা,  

মায়াময় দ্বীপগুলিতে বারোমাসি স্বপ্ন 

সব মিলে এক বিদ্রোহী প্রতিচ্ছবি।

---

হৃদয়ে আলোঝরা রোদের ছোঁওয়া

ফুসফুস ভরে মহুল বাতাসের ঘ্রাণ, 

রাত্রির সাগরে ডুব দিয়ে উঠে 

চাঁদ ঝুলে থাকুক ছাদের কার্নিশে,

চলমান সময়ের নুপুর ঝংকার,

আঁচল ভরা গোধূলি আলোতে  

সেজে উঠুক পৃথিবী। 

-----

পাখীর পালকে লুকিয়ে থাকা 

স্বপ্নরা ডানা মেলুক,

আগামী দিন দেখুক 

রোদ গলানো সোনার ফসল, 

আবার জেগে উঠুক প্রবাল দ্বীপ,

অজন্তা-ইলরার মুঠো ভরা জ্যোৎস্না

 সিক্ত করুক মানুষের মন,

হরপ্পার আকাশে অগণিত গ্রহদের হাট বসুক। 

----

দিনবদলের দুরন্ত কোলাহল জেগে উঠুক 

বৃষ্টিভেজা স্বপ্নগুলি প্রজাপতির ডানায় ভেসে চলুক, 

গুড়ি মেরে ঢুকুক বেপরোয়া সূর্যের আলো  

মায়াবী  আলোআঁধারের মধ্য দিয়ে 

তির তির করে বয়ে চলে সময়,

ভোরের শিশিরসংপৃক্ত কবিতায় 

আছন্ন করুক মানবমন।

----

অন্তরে কত ইচ্ছা, সাদাকাল ছবির স্মৃতি, 

আজীবনের সাধগুলি মুক্ত বিহঙ্গের মত 

সাঁতার কাটতে চায় নীল আকাশে,

মনের গভীরে সুপ্তআখরগুলি 

বৈরাগী আলোয় চিত্রপটে ভেসে উঠুক 

এক ঘুমভাঙানী সাগর তটে, 

পানকৌড়ি দুপুরে রামধনু কলমে

লেখা হোক  বাউল জীবনকথা।

---- 

শিমুল পলাশের আদর মেখে উঠুক 

নতুন এক সূর্য্যমুখী ভোর,

এক আকাশ আদর মেখে 

রক্তিম শিশু সূর্যের  আলো 

ছড়িয়ে পড়ুক দিক থেকে দিগন্তরে ,

ধরণীর কোনে কোনে

রাঙিয়ে তুলুক মানুষের মনকে 

এক নতুন চেতনার রঙে। 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


17 Jun 2024

যাপন

যাপন
**********

এক আকাশ স্বাধীনতা আর
ভূমিতে নিরাপত্তার আশ্রয় 
একটা মনকেমনের নদী  
কোথায় হারিয়ে গেছে!
--------
চাটুকারিতা, ভালবাসার আতিশয্য
পতনের পিচ্ছিল সোপান মাত্র। 
হাসি -আনন্দে- সুখ -শান্তির  
সূর্য ডোবে কান্নার সমুদ্রে।
-------
বিষে জর্জরিত মন
ছড়ায় বাতাবরণে বিষ,
নিঃশ্বাসে বিষ, চিন্তায় বিষ, 
বিষবৃক্ষ জীবন।
-----
বিবেক তুমি আজ কোথায়, 
তোমার অস্তিত্ব কি বিলীন হতে চলেছে।
অসহ্য এক স্থবিরতা, 
পাঁজর ভাঙা শূন্যতা 
দানা বেঁধেছে শরীর-মন জুড়ে 
-----
জীবনে ছিল এক মহাসাগর ভরা স্বপ্ন
এক আকাশ গোধূলি রঙা ইচ্ছে,
মহুলের গন্ধমাখা ঝোড়ো বাতাস
তরুণ দামাল বৃষ্টিঝরা উছ্বলতা ;
আজ শুধু একাকিত্বের হাহাকার।
-----

ছিল পাহাড়ের প্রমান প্রতিজ্ঞা
অরুন আলোর উদ্যম
জোৎস্না মেদুর ভালবাসা
মেঘআলোর জাফরীকাটা বাউলমন
যা ঝর্ণার কলতানে
সবুজ হাসি হাসতো।
-------
যতই কাঁটাতারে ঘের দাও
মানবতা কিন্তু সদাই মুক্ত।
যতই নিঃশ্চিদ্র পাহারা বসাও,
মানজাতির জন্মস্থান এই পৃথিবী।
জীবন যদিও পদ্মপাতায় জল,
মানবজন্ম কিন্তু চিরস্বাধীন।
------
পৃথিবীকে যাাঁরা দিতে চেয়েছিল
মহাকাশ জোড়া এক অনন্য রামধনু
যাঁরা সূর্য ধরতে চেয়েছিল
তাঁদের পথ তো আজও
আলোর দ্যুতি ছড়াচ্ছে। ।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=




গনদেবী

গণদেবী , 
*************
হে মা দুর্গা, দুর্গতিনাশিনী 
অঙ্গে তোমার সোনার শাড়ী
নানা রত্নে খচিত মিনাকারী
সাথে কার্তিক, গণেশ, লক্ষী স্বরস্বতী,
মূল্যবান অলংকারে ভূষিতা
রাজকীয় মন্ডপে অধিষ্ঠিতা
সুচন্দন চর্চিতা, সুগন্ধি ফুলসাজে সজ্জিতা
কোটি কোটি অর্থে তুমি আজ আরাধিতা।
---
সহস্র কোটি জনগন 
নাকি তোমার সন্তান, 
কোথায় মা তাঁদের সহায়
জীবন বিভীষিকা ময়,
পরনে তাদের ছিন্ন বাস
প্রাত্যহিক উপবাস,
শীত, গ্রীষ্ম, বর্ষা
নেই কোন ভরসা।
---- 
তুলে নাও হাতিয়ার, জাগ গনদেবী
শ্রমিক রমণী তুলে নাও হাতুড়ি,
কৃষাণী ধর টাঙি, হে নারী আদিবাসী 
আনো বর্শা, বল্লম সকল মেহনতী নারী,
তোমরাই দূর্গা, তোমরা কালী
তোমরা চামুন্ডা, তোমরাই রনচন্ডী
তোমারা ধরিত্রী, তোমারই গনদেবী
নব জীবনদাত্রী, আলোর দিশারী।
---
চলমান স্রোত, তোমরা তো নদী
তোমরাই আশা, মন পরিযায়ী 
তোমরা স্বপন, আলোর দিশারী
জন্মভূমি, জন্মদাত্রী, বীর প্রসবিনী
গড়ে তোল এক নতুন পৃথিবী।

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++