1 Jun 2015

ট্র্যাজেডি

ট্রাজেডি
******

শিল্পীর আত্মা ট্রাজেডি তে ভাস্বর ,
যে ট্রাজেডি বিশ্ববন্দিত, বিশ্বজনীন,
ক্ষুদ্র চাওয়া পাওয়ার গ্লানিতে
মলিন নয়।
--

সে ট্রাজেডি একটা তরুণ টগবগে ঘোড়া,
দাঁপিয়ে বেড়ায় জীবনের
অনু পরমানুতে।
---

সে সমাজের হৃদস্পন্দন ,
ধমনীর রক্ত স্রোত,
অস্থির মজ্জা।
 ---

সে ট্রাজেডি চলার পথে খাপ খোলা
ঝকঝকে এক তলোয়ার।
শিল্পীর জীবনে দু দন্ড শান্তি।
অন্ধকারে আলো।

________________________________________________________________________________________________

No comments:

Post a Comment