বৃষ্টির আশায়
*********
দিগন্তজোড়া ধূসর মেঘের আবরণ
ভেঙে একফালি আলোর কিরণ,
ভাপেসেদ্ধ জীবনের ঘর্মাক্ত কলেবর
শীতল বাতাসের নরম ছোঁয়া পেতে কাতর ,
বিবর্ণ গাছেরা জলের আশায় চাতক পাখীর মত
আকাশ পানে বাড়িয়ে দিয়েছে দুটি হাত ,
ময়ুরেরা গুমগুম মেঘের ডাকে
পেখম তুলে, নাচের নেশায় চেয়ে থাকে।
চষা জমির ঠোঁটদুটি ফাঁক তৃষ্ণা মেটাবে বলে
কচি ধানের চারা সবুজ হাসি হাসবে মেঘভাঙা জলে,
ফুটিফাটা ধরণী বৃষ্টিতে স্নান করে রমণীয় হবে
সোদামাটির গন্ধে বিশ্বভুবন মাতিয়ে দেবে।
-------------------------------------------
*********
দিগন্তজোড়া ধূসর মেঘের আবরণ
ভেঙে একফালি আলোর কিরণ,
ভাপেসেদ্ধ জীবনের ঘর্মাক্ত কলেবর
শীতল বাতাসের নরম ছোঁয়া পেতে কাতর ,
বিবর্ণ গাছেরা জলের আশায় চাতক পাখীর মত
আকাশ পানে বাড়িয়ে দিয়েছে দুটি হাত ,
ময়ুরেরা গুমগুম মেঘের ডাকে
পেখম তুলে, নাচের নেশায় চেয়ে থাকে।
চষা জমির ঠোঁটদুটি ফাঁক তৃষ্ণা মেটাবে বলে
কচি ধানের চারা সবুজ হাসি হাসবে মেঘভাঙা জলে,
ফুটিফাটা ধরণী বৃষ্টিতে স্নান করে রমণীয় হবে
সোদামাটির গন্ধে বিশ্বভুবন মাতিয়ে দেবে।
-------------------------------------------
No comments:
Post a Comment