মেঘ
***
উন্মুক্ত বিশাল আকাশ তান ধরেছে মেঘ রাগে ,
মেঘ বালিকারা কালো, ধূসর, ঘন নীল্ নানা রঙে,
দৌড়ে বেড়াচ্ছে সারা আকাশটা তোলপাড় করে।
---
সূর্য্য, চাঁদ,আর তারার দল
চাপা পড়ে গেছে দূর্ভেদ্য মেঘের পাহাড়ে ,
মেঘরাজ রাজত্ব করছে দাঁপিয়ে।
---
পেখম তুলে ময়ূর নাচে মেঘের ডাকের তালে তালে।
বাতাসে মেঘের গুঞ্জন ,
গাছগাছালি তে লেগেছে মেঘের রঙ ,
---
দিঘীর জলে বাচ্চা মেঘেদের মিষ্টি মধুর খেলা ,
মাটিতে মেঘের গন্ধ ,
সমুদ্রে উন্মত্ত মেঘের উত্তাল তরঙ্গ।
---
মেঘের প্রেমে মজে প্রকৃতি আলাপ ধরে দেশ রাগে।
মেঘ গর্জনে দুলছে পৃথিবটা ,
মানুষের হৃদয় তন্ত্রীতে মেঘের ঘনঘটা।
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
***
উন্মুক্ত বিশাল আকাশ তান ধরেছে মেঘ রাগে ,
মেঘ বালিকারা কালো, ধূসর, ঘন নীল্ নানা রঙে,
দৌড়ে বেড়াচ্ছে সারা আকাশটা তোলপাড় করে।
---
সূর্য্য, চাঁদ,আর তারার দল
চাপা পড়ে গেছে দূর্ভেদ্য মেঘের পাহাড়ে ,
মেঘরাজ রাজত্ব করছে দাঁপিয়ে।
---
পেখম তুলে ময়ূর নাচে মেঘের ডাকের তালে তালে।
বাতাসে মেঘের গুঞ্জন ,
গাছগাছালি তে লেগেছে মেঘের রঙ ,
---
দিঘীর জলে বাচ্চা মেঘেদের মিষ্টি মধুর খেলা ,
মাটিতে মেঘের গন্ধ ,
সমুদ্রে উন্মত্ত মেঘের উত্তাল তরঙ্গ।
---
মেঘের প্রেমে মজে প্রকৃতি আলাপ ধরে দেশ রাগে।
মেঘ গর্জনে দুলছে পৃথিবটা ,
মানুষের হৃদয় তন্ত্রীতে মেঘের ঘনঘটা।
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment