3 Jun 2015

আশ্রয়

আশ্রয়
*****

এ যেন ধূসর মরুভূমির মাঝে
এক বিশাল বটগাছ ,
তারই ছায়ায় লালিত
কটি অসহায় কচি গাছ ।
---

বিভত্স মরুঝড়ে উপড়ে পড়েছে
ছায়া শীতল আদিম বটগাছ ,
নীচে উত্তপ্ত বালুরাশি, ধ্বসে গেছে 
শিশু গাছেদের  মাথার ছাদ।
---

উপরে ঝলসানো সূর্য্য
অথবা ঝঞ্ঝামুখর নিকষ কালো রাত ,
দিশেহারা মন, বিধ্হ্স্ত জীবন
যুঝতে হবে একাই অকস্মাৎ ।
---

অন্ধকার যুগ, রিক্ত চারিধার ,
অন্তরে হা হা শুন্যতা,
তারই মাঝে আছে কিছু খেজুর কুঞ্জ ,
সে কি শুধুই মরীচিকা !
---------------------------------------------------------------------------------------------------------------------------------------


















No comments:

Post a Comment