সময়
****
এ বড় অন্ধকার, অনিশ্চিত ,অস্থির একটা দিন ,
অদ্ভূত নিঝুম নিঃস্তেজ, নির্মম সময়।
তখন ঘড়িতে রাত মাত্র দশ কি সাড়ে দশ ,
বৃষ্টি ভেজা রাত, পথ ঘাট সুনসান।
রাস্তার বেওয়ারিশ কুকুর গুলোও বেপাত্তা ,
পথে নেই শুয়ে থাকা ঘরহীন রাস্তার বাসিন্দারা ।
---
অসংখ্য শূন্য রাস্তা ঠিক যেন কতগুলি অজগর সাপ ,
নয় ঠিক রাস্তা, নয় কোন সাপ, যেন অসংখ্য লাশ।
অগনিত অচেনা লাশ, সার সার পড়ে আছে,
স্তব্ধ বাতাস, নিরুত্তাপ পৃথিবী, নির্দয় আকাশ।
অনুভূতিগুলো বিপর্যস্ত,অভিব্যক্তি এলোমেলো ,
এক সুকঠিন লড়াইয়ের মোকাবিলার দিন আজ।
---
এই মহাকাশে এই মহা বিশ্বব্রম্ভান্ডে অবিরাম যে ঘূর্ণন
পৃথিবী নামক গোলোক টি তো তারই একটি অঙ্গ মাত্র।
অন্য কোথাও, অন্য কোন খানেও কি
এই একই অন্ধকার , বোবা হাহাকার !
নাকি অগণিত গোলকের ন একখানে
আছে অন্য নূতন কোন জীবনের রসায়ন !
--
যেখানে রাস্তাগুলিকে লাশ মনে হয় না
ছোট্ট কুকুর ছানা গুলি খুনসুটি করে ,
মিষ্টি নরম গোধূলির আলোয় হাসে দিগন্ত ,
বাতাস ঢেউ খেলে যায় ঘাসের উপর দিয়ে
মানুষের জীবন বৃত্তান্ত যেখানে মুখরিত হয়
বনানীতে, আকাশে , বাতাসে, ধরাতলে।
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
****
এ বড় অন্ধকার, অনিশ্চিত ,অস্থির একটা দিন ,
অদ্ভূত নিঝুম নিঃস্তেজ, নির্মম সময়।
তখন ঘড়িতে রাত মাত্র দশ কি সাড়ে দশ ,
বৃষ্টি ভেজা রাত, পথ ঘাট সুনসান।
রাস্তার বেওয়ারিশ কুকুর গুলোও বেপাত্তা ,
পথে নেই শুয়ে থাকা ঘরহীন রাস্তার বাসিন্দারা ।
---
অসংখ্য শূন্য রাস্তা ঠিক যেন কতগুলি অজগর সাপ ,
নয় ঠিক রাস্তা, নয় কোন সাপ, যেন অসংখ্য লাশ।
অগনিত অচেনা লাশ, সার সার পড়ে আছে,
স্তব্ধ বাতাস, নিরুত্তাপ পৃথিবী, নির্দয় আকাশ।
অনুভূতিগুলো বিপর্যস্ত,অভিব্যক্তি এলোমেলো ,
এক সুকঠিন লড়াইয়ের মোকাবিলার দিন আজ।
---
এই মহাকাশে এই মহা বিশ্বব্রম্ভান্ডে অবিরাম যে ঘূর্ণন
পৃথিবী নামক গোলোক টি তো তারই একটি অঙ্গ মাত্র।
অন্য কোথাও, অন্য কোন খানেও কি
এই একই অন্ধকার , বোবা হাহাকার !
নাকি অগণিত গোলকের ন একখানে
আছে অন্য নূতন কোন জীবনের রসায়ন !
--
যেখানে রাস্তাগুলিকে লাশ মনে হয় না
ছোট্ট কুকুর ছানা গুলি খুনসুটি করে ,
মিষ্টি নরম গোধূলির আলোয় হাসে দিগন্ত ,
বাতাস ঢেউ খেলে যায় ঘাসের উপর দিয়ে
মানুষের জীবন বৃত্তান্ত যেখানে মুখরিত হয়
বনানীতে, আকাশে , বাতাসে, ধরাতলে।
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment