15 Jun 2015

বৃষ্টি ভেজা বিকাল

বৃষ্টি ভেজা বিকাল
*************
বৃষ্টি ভেজা টলটলে বিকাল
ছিমছাম পথ ঘাট।
চারা গাছে জলসিক্ত  ফুলপাতা
ছেড়া ছেড়া মেঘের মধ্যে
স্বচ্ছ নীল আকাশে নরম আলো ,
হওয়ায়  মধুর আমেজ ,
বুড়ো গাছেদের কোটরে পাখীর কূজন ,
ঝরঝরে মনমেজাজ ,
চারদিকে শিশুদের মিঠে কাকলী
নেই দমবন্ধ গুমঠ।
-----------------------------------

No comments:

Post a Comment