26 Feb 2019

রক্ত

রক্ত
******

তুমি যখন আঘাত কর
মানুষের বুকের রক্তে
ভিজে যায় মানবমনের জমিন,
খালি হয়ে যায় কত মাতৃক্রোড়,
আমি যখন আঘাত হানি
সেই মানুষেরই বুকের রক্তে
লাল হয় একই মানবজমিন
শূন্য হয় কত মায়ের কোল।
--
বারুদ কোন ব্যবধান
বোঝেনা, সব কিছুকে
ভেঙে গুঁড়িয়ে দিতে চায়
জ্বালিয়ে পুড়িয়ে করে ছারখার,
দেশ বিদেশের গণ্ডি মানে না
প্রতিবেশীর ঘরের চালে
আগুন লাগালে, সে অচিরে
ছড়িয়ে পড়ে আমারই চালে।
--

অনেক যুদ্ধ দেখছে পৃথিবী
জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে,
বর্ণে বর্ণে, দেশে দেশে।
দু দুটো বিশ্বযুদ্ধ দেখেছে 
এই মানব সমাজ
হিরোশিমা নাগাসাকি আজও
তার ক্ষত বয়ে চলেছে,
আর যুদ্ধ চাই না।
--
যুদ্ধ মানে সত্যের অপমৃত্যু,
মানবাধিকারের লঙ্ঘন
আর মনুষ্যত্বের অবমাননা ;
মানবিকতা কিন্ত লাশের
প্রভেদ জানে না,
তাইতো প্রতিটি মৃত্যুই
চোখের জল ঝরায়,
ঝরায় তাজা রক্ত
রক্ত ঝরলে ভাল লাগে না,
ভীষণ খারাপ লাগে আমার।
----------------------------------------------------------------------------------------------------------------------------------