22 Feb 2022

আনিস তুমি কি জাত

আনিস তুমি কি জাত
*********************

আনিস তুমি কি জাত !
আনিস তুমি মানুষের জাত
তুমি প্রতিবাদীর জাত
আনিস তুমি মানবদরদীর জাত
তুমি উজ্জ্বল নক্ষত্রদের জাত। 
--
আনিস তুমি সহমর্মিতার প্রতীক
সমাজসংস্কারের নাম
আনিস আত্মত্যাগের প্রতীক
প্রতিরোধের আর এক নাম,
তুমি আন্দোলনের প্রতীক।
--
আনিস তোমার মেরুদন্ড টা ছিল ঋজু 
মন ছিল সৎ, সরল, সতেজ, 
পথ  ছিল সোজা, সুকঠিন
তুমি মানুষের আশা, ভরসা, সাহস
ছিলে সমাজের প্রাণ ও পথের কান্ডারী
--
আনিস তুমি বরুনবিশ্বাসের বন্ধু,
তাপসী মালিকের ভাই
তুমি ভকত সিং এর উত্তরসূরী,
আজাদের জ্বালা আলোকবর্তিকা,
লালনের জাত, তিতুমীরনন্দন। 
---
আনিস ঊষর জমিনে মরুদ্যান,
পরিবেশের নির্মল বাতাস,
শাসক ও শোষকের বুকের ত্রাস
আনিস ভবিষ্যৎ শান্তির পারাবত,
উদীয়মান সূর্য্যের রক্তিম ঝলক। 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment