4 Jan 2016

একাকিত্ব

একাকিত্ব
******

আমরা সকলে একটি বাড়ীতে থাকি,
প্রতিটি ঘর যেন এক একটা বিছিন্ন সত্তা।
আমরা সবাই একই পাড়ার পড়শি,
কারোর মুখ কেউ ঠিক ঠাক চিনিনা।
আমরা অনেকে একই জেলার অধিবাসী,
কেউ কাউকে আপন ভাবি না।
আমরা প্রায় চার কোটি একই প্রদেশে থাকি, 
কিন্তু একে অপরের যাপন বুঝিনা। 
আমরা শত কোটির দেশ,
এক প্রান্তের লোক অপর প্রান্তে বিদেশী।
আমরা কত সহস্র কোটি একই মহাদেশে বসত করি
সদাই একে অন্যের বিরুধ্বে অস্ত্র শানাই। 
আমরা একই গ্রহের মানুষ
মনুষ্যত্ব কে দাসত্বের শেকলে বেঁধে, যেন এক একটা বিছিন্ন দ্বীপ।
-------------------------------------------------------------------------------------------------------------------------------





No comments:

Post a Comment