15 Mar 2017

শান্তির খোঁজে

শান্তির খোঁজে
*********

মানুষ আজ শান্তি খুঁজে বেড়ায়
কোথা শান্তি - শান্তি কোথায় !
অনন্ত নীল আকাশ যেথা রামধনুরঙ মেঘেরা ভেলা ভাসায়  
অগণিত তারাদের পূর্ণ চাঁদ মিষ্টি মধুর আলো মাখায় 
অসীম অতলান্ত সমুদ্র যেখানে আকাশে মেলায়
ঋজু পাহাড়ের বরফ শুভ্র শিখরে সূর্য্য সোনা ঝরায়
আদিম জঙ্গল যেথা রাখালিয়া বাঁশী শোনায়
কোথা শান্তি - শান্তি কোথায় !
--
মানুষ আজ শান্তি খুঁজে বেড়ায়
সবুজ মেঠো পথে যেথা বাদল বাউল দিগন্তে মিলায়
ঝোপে ঝারে যেখানে পাখিরা গান গায়
সর্ষে ফুল বাতাসের তালে তালে মাথা দোলায়
গ্রামের ছোট্ট নদীটি এঁকে বেঁকে সাগরে চলে যায় 
সুজন ভাই যেথা ভাটিয়ালি সুরে নাও বায়
কোথা শান্তি - শান্তি কোথায় !
--
মানুষ আজ শান্তি খুঁজে বেড়ায় !
সুখের পিছে দৌড়ে শান্তিকে হারায়
বিচ্ছিন্ন দ্বীপগুলি ভোগে অহমিকায়
বন্ধুত্বের দাবী ধুলায় মেশায়
শিল্প সংস্কৃতির পথ লীন আত্মচিন্তায়
রাজনীতি, সমাজনীতি সোপান আত্মপ্রতিষ্ঠায়।
বিবেক ভাসে পঙ্কিলতায়
কোথা শান্তি - শান্তি কোথায় !
--
মানুষ আজ শান্তি খুঁজে বেড়ায়
কোথা শান্তি - শান্তি কোথায় !
শান্তির পথ উর্দ্ধমুখে ধায়
শান্তি মেলে সহমর্মিতায়
শান্তি থাকে মানবিকতায়
শান্তি আছে সামগ্রিকতায়
মহামিলনের মাঝেই শান্তি মিলায়।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------















No comments:

Post a Comment