30 Mar 2017

জাগর


জাগর
******

আকাশ থেকো স্বচ্ছ নীল
সবুজ থাকুক  বনানী ,
মাঠি হও শান্তির নীড়
নদী বয়ে চলো স্রোতস্বিনী। 
--
পাহাড় থেকো ঋজু
সমুদ্র তোলো আনন্দের তুফান,
বৃষ্টি বাজাক কিশোরী নূপুর 
বাতাস দিয়ো পাখীর কলতান।
---
সূর্য নানা রঙে ভর জীবন
চাঁদ জোত্স্নার প্রলেপ দাও মনে , 
ফুল সৌরভ ছড়াও ধমনীতে 
তারার প্রদীপ জ্বলুক কোণে কোণে।
 --- 
শুধু বারুদ ভরোনা হৃদয়ে
কাঁটায় ভরোনা ধরণীকে,
লাগতে দিয়ো না রক্তের ছিটে
কলংকিত করোনা মাতৃত্বকে।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------















No comments:

Post a Comment