25 Jun 2019

ঝরাপাতা

ঝরাপাতা
********
ঝরাপাতার দিন এখনও দুরায়ত,
আকাশের মুখ বিবর্ন, বিষন্ন
নিত্য নতুন নরক দর্শন,
লোভাতুর জিহবা কিসে তোর তুষ্টি!
মরনাপন্ন জীর্ণ ভূমি ধুঁকছে ,
জুঁই ফুলের সর্বাঙ্গেও জরুলের চাষ;
পাহাড়ী ছোট্ট নদীটির হাহাকার,
রাতের ভাঙাচোরা স্বপ্ন কাকডাকা ভোরে 
ডানা মেলে সুদূর সাগরের পানে -
সোনালী রোদ ঝরে যায়;
সুখের পাখী মুক্ত বাতাসে দেয় উড়ান
কুঁড়ে ঘরের চালে যাপিত জীবনে বসত করে দুঃখের পাখীটি।
-------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment