20 Jun 2015

মানুষ সাধারণ

মানুষ সাধারন
**********

আমরা তো নই কেউ নরকের কীট ,
অথবা স্বর্গের দেবদেবী ,
অতি সামান্য মর্ত্যের জীব,
মানুষ সাধারন।
ভাল মন্দে মিশে থাকা
মানুষ সাধারন।
---

তবু তারই মাঝে আছে
কিছু হের ফের ,
কেউ দুর্বল, কেউ দৃঢ় মন
কিছু সরল অথবা জটিল,
কেউ নির্লোভ, কারো লোভী মন ,
অতি সামান্য মানুষ সাধারন।
---

দাতা আর গ্রহীতা ,
দাম্ভিক বা বিনয়ী ,
এই সবই আছে আমাদের মাঝে
কম বা বেশী সব মেশামেশি
সব কিছু মিলে মানুষের মন ,
অতি সামান্য মানুষ সাধারন।
___________________________________________________________________________________












No comments:

Post a Comment