10 Jun 2015

জগজীবন পুর - প্রত্নতত্বের একটি কোলাজ

জগজীবন পুর - প্রত্নতত্বের একটি কোলাজ
**************************************************

১) জগজীবন পুর

***************


জগজীবন , মালদার প্রত্যন্ত এক খানি গ্রাম ,

আজ একটি নাম , প্রত্নতত্ত্বের অবাক বিস্ময়।

জেগেছে সহস্র বত্সরের পুরাতন ইতিহাস

তার প্রাচীন ইমারথ, মাটির ভাঙ্গা পাত্র, মূর্তি,

সিলমোহর আর কত শত প্রাচীন ঐতিহ্য নিয়ে ,

আদিম সভ্যতার রূপ, রঙ, রস আর গন্ধ বহে ।

অতীত মাথা তুলে দাঁড়িয়ে বর্তমানের আঙিনায়।

প্রশস্ত করেছে ভবিষ্যতের পথ এক মিলিত কলতানে।
_______________________________




২) জগদীশের হাতপাখা

******************


জগদীশের দেওয়া হাতপাখা টা

বিচিত্র রঙের সুতোয় বোনা।

মনের সবটুকু রঙ নিংড়ে

আন্তরিকতায় ভরপুর।

---


অতি সাধারণ মানুষ জগদীশ

তার অসাধারণ ভালবাসার ডালি নিয়ে,

মানবিক মহিমায়

জ্বলজ্বল করছে।

---


তার নাড়ির টান

জগজীবন পুরের মাটিতে ,

প্রাচীন ইতিহাস প্রস্ফূটিত

তারই লাঙ্গলের ফলায়।

----


অতীত ইতিহাসের পুনঃ জাগরুক

বর্ত্তমান কর্মজযজ্ঞের হোতা

এদেশের উত্খাত কৃষক জনতা

নিজজমিতে আজ অস্থায়ী মজদুর ।
______________________




৩) দুলাল
*********


জগজীবন পুরের দুলাল

সহজ, সরল, স্নেহের প্রতিমূর্তি,

উত্পাটিত পিতৃপুরুষের ভিটে থেকে

একজন সাধারণ অস্থায়ী মজদুর।

প্রাচীন ইতিহাসকে খুঁড়ে

তোলার কর্মকান্ডে আছে

তাঁর বিশিষ্ট এক ভূমিকা।

---


বিগত দিনের ঘুমভাঙানোর প্রচেষ্টায় নিমগ্ন

তৃষ্ণার্ত ক্ষুধাতুর কর্মীদল ক্যাম্পে ফেরে,

নিবৃত্তির উপকরণ নিয়ে হাজির দুলাল,

ভালবাসা তাঁর মূর্ত হয়ে ওঠে

গরম ভাতের থালায় ,

দরদী মনের নীরব আন্তরিকতা

ঠান্ডা জলের গ্লাসে।
--------------------------------------------------------------------------------------------------------------------------------------



No comments:

Post a Comment