29 Aug 2019

খুঁড়িয়ে চলা মানুষ

খুঁড়িয়ে চলা মানুষ
***************
দারুচিনি রোদেও যেখানে কবরের অন্ধকার
বাউল বাতাসে শুধুই শ্মশানের নিস্তব্ধতা
কবিতার আকাশে কান্নাভেজা বিষণ্ণ জোৎস্না,
প্রতিটি মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা কষা
নরকের মাঝে দিন কাটানোর চেয়েও ভয়ংকর,
যাযাবর মেঘ সেখানে রক্তের আলপনা দেয়
পিঠ কুঁজো করা সময় মৃত্যুর চেয়েও দুঃসহ
কাশ্মীরের ফুলের কলিতে বেয়নেটের খোঁচা,
আমরা জীবন যুদ্ধে হেরে যাওয়া ছাপোষা
মানুষের দল তখনও খুঁড়িয়ে চলেছি।
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment