21 May 2015

সকালের রোজনামচা


সকালের রোজনামচা  
***************

শিশু সূর্য্য উঁকি মারছে অন্ধকারের বুক চিরে ,
রাতের তারারা মিলিয়ে যায় আলোর স্রোতে ,
চপল বাতাস ভরপুর যৌবনে
মাতাল করে তোলে নদীকে,
প্রকৃতি হাসে তাদের খুনসুটিতে ,
পাখীর কাকলি ভরা সকালে ,
কাজের মানুষরা হেঁটে যায় চলে।  
-----------------------------------


দোলা
****

চাঁদ দোলে মেঘের কোলে ,
ঘাসফুলে দোলা দিয়ে যায় বাতাস ,
মায়ের কোলে শিশু দোলে,
হৃদয়ে দোলা দিয়ে যায় খোলা আকাশ।
-------------------------------------------

No comments:

Post a Comment