24 May 2015

জীবনকে ভালোবেসে

জীবন কে ভালবেসে

*************

জীবন কে কতটা ভালোবাসলে
মানুষ, সত্যি মানুষ হয়,
হেলায় জীবন দেয়
মানুষের জন্যে, সাঁতার কাটে 
গড্ডালিকা প্রবাহের বিরুদ্ধ স্রোতে।  
--
বৈশাখী  রুদ্ররূপ, বর্ষার মেঘের গর্জ্জন
শিউলির গন্ধে ভেজা শরৎ,
পলাশ শিমূলে রক্তিম ফাগুন
প্রকৃতির সবটুকু রঙ, রূপ, রসের বৈচিত্রে   
রাঙিয়ে নেয় মনকে, জীবনকে ভালোবেসে।
 --
'পর কে আপন করে,আপনারে পর'
শেষ রক্তবিন্দু দিয়ে ধুয়ে দিতে চায়
আমানুষিকতার কদর্য্য ছাপ
কামড়ে পড়ে থাকে
নূতন ফসলের বীজ বুনতে !
--
জীবন কে ভালোবেসে ,
সহ্য করে পাশবিক হিংস্রতা
অনায়াসে দাঁতে দাঁত চেপে,
কত যুগ কাটিয়ে দেয়
জেলের অন্ধ কালকুঠুরিতে !
--
আত্মসাত নয় অনাড়ম্বর আত্মত্যাগ, 
সাবলীল ভাবে বুক চিতিয়ে দাঁড়ায়
ফায়ারিং স্কোয়াডের সামনে।
জীবন কে কতটা ভালোবাসলে
মানুষ হয় সেই নূতন মানুষ !
----------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment